চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

করোনার নমুনা পরীক্ষার অনুমতি পেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
খাগড়াছড়িতে ২৪ ঘণ্টায় আরও ২৩ জন করোনা রোগী শনাক্ত

প্লাজমা থেরাপিতেও বাঁচানো গেল না করোনা রোগীকে

নিজস্ব প্রতিবেদক

৩০ মে, ২০২০ | ৩:১৫ অপরাহ্ণ

প্লাজমা দিয়েও বাঁচানো গেল না ৬২ বছর বয়সী এক রোগীকে। চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চন্দন দত্ত (৬২) নামে ওই করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। তিনি নগরীর কাট্টলী এলাকার বাসিন্দা।

শনিবার (৩০ মে) বেলা ১১ টায় হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট আব্দুর রব বলেন, আইসিইউতে চিকিৎসাধীন ওই রোগীর মৃত্যু হয়েছে। তিনি করোনার পাশাপাশি ডায়াবেটিসে ভুগছিলেন। গত ২৪ মে হাসপাতালে ভর্তি হন নগরীর কাট্টলী এলাকার এই বাসিন্দা। গতকাল রোগীকে  প্লাজমা দেওয়ার পাশাপাশি আইসিইউ সাপোর্টে রাখা হয়।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট