চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বায়েজিদে বাসার গ্রিল কেটে চুরি

নিজস্ব প্রতিবেদক

৩০ মে, ২০২০ | ৩:১১ অপরাহ্ণ

করোনার মাহামারিতেও থেমে নেই চোরের দল। নগরীর বায়েজিদ জেলা পরিষদ আবাসিক এলাকার এক প্রবাসীর বাসায় চুরির ঘটনা ঘটেছে। ওই আবাসিকের চৌধুরীর ভিলার তৃতীয় তলায় জানালার গ্রিল কেটে নগদ টাকা, স্বর্ণালংকার ও ল্যাপটপ নিয়ে গেছে চোরের দল।

আজ শনিবার (৩০ মে) ভোরে এ চুরির ঘটনা ঘটেছে।

হাটহাজারির চারিয়া বুড়িপুকুর পাড় এলাকার বাসিন্দা মোহাম্মদ আলমগীর ওমানে থাকেন। দুই মেয়ের লেখাপাড়ার সুবিধার্তে তার স্ত্রী চৌধুরী ভিলায় বাসা ভাড়া নিয়ে থাকেন।

আলমগীরের শ্যালক শেখ সোহেল জানান, শনিবার সেহেরী খেয়ে তার বোন ও ভাগ্নিরা ঘুমাতে যায়। ভোরে উঠে দেখে জানালার গ্রিল বাকানো। ঘরের জিনিসপত্র ছড়ানো ছিটানো অবস্থায় আছে। পরে দেখা যায়, আলমিরা থেকে ১৫/২০ স্বর্ণালংকার, নগদ ২০/২৫ হাজার টাকা, একটি ল্যাপটপ নিয়ে যায়।

সোহেল বলেন, ঘরে একটি স্প্রের কৌটা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে স্প্রে ছিটিয়ে পরিবারের সদস্যদের অজ্ঞান করে চুরির ঘটনা ঘটিয়েছে চোরের দল।

বায়েজিদ থানার ওসি প্রিটন সরকার জানান, বিষয় আমরা তদন্ত করে দেখছি। ঘটনা সংগঠিত পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পূর্বকোণ/পিআর-নাজিম 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট