চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

২৪ ঘণ্টা চালু সিভিল সার্জন কার্যালয়ের করোনা কন্ট্রোল রুম

নিজস্বপ্রতিবেদক

৩০ মে, ২০২০ | ১২:৫৩ পূর্বাহ্ণ

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রান্ত কন্ট্রোল রুম চালু রয়েছে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে। চট্টগ্রামের সিভিল সার্জন ডা.সেখ ফজলে রাব্বির নেতৃত্বে জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া ইনচার্জ হিসেবে দায়িত্বে রয়েছেন।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, সিভিল সার্জন অফিসের একজন চিকিৎসকের নেতৃত্বে প্রতিদিন ২ শিফটে চারজন দায়িত্ব পালন করছেন। এক শিফটে ২ জন করে প্রতিদিন সকাল ৮ থেকে রাত ৮ টা প্রথম শিফট। রাত ৮ টা থেকে পরেরদিন সকাল ৮ টার পর্যন্ত ২ শিফট করে দায়িত্ব পালন করছেন।

দিনের ২৪ ঘণ্টা এই কন্ট্রোল রুম চালু থাকছে জানিয়ে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ফোনে চট্টগ্রাম জেলার করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রান্ত সব ধরনের তথ্য জানা যাবে কন্ট্রোল রুম থেকে। কন্ট্রোল রুমের নম্বর ০৩১-৬৩৪৮৪৩।

পূর্বকোণ/রাজু 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট