চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

৬ হাসপাতালে হচ্ছে ৭৩০ শয্যার আইসোলেশন সেন্টার

সার্কিট হাউসে সমন্বয় সভা

নিজস্ব প্রতিবেদক

২৯ মে, ২০২০ | ৭:৫২ অপরাহ্ণ

নগরীতে নতুন ছয়টি করোনা হাসপাতাল চালু নিয়ে সার্কিট হাউসে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে । আজ শুক্রবার (২৯ মে) সকালে সভায় নগরীতে করোনা চিকিৎসায় ছয় হাসপাতালে মোট ৭৩০ শয্যার করোনা আইসোলেশন সেন্টার স্থাপন করা হচ্ছে বলে জানান সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

তিনি  বলেন, নগরীতে স্বাস্থ্য সেবাদানকারী অন্যান্য সংস্থার সাথে সমন্বয় করে সিআরবি রেলওয়ে হাসপাতালকে ১৫০ শয্যা, হলি ক্রিসেন্ট হাসপাতালকে ৮০ শয্যা, ভাটিয়ারী বিএসবিএ হাসপাতালকে ১০০ শয্যা, ইম্পেরিয়াল হাসপাতাল ও  আগ্রাবাদের সিটি হলে ৩০০ শয্যা ও বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালে ১০০ শয্যা করোনা আইসোলেশন সেন্টার স্থাপন করা হচ্ছে ।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমশিনার এ.বি.এম আজাদ, সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, বিএমএ চট্টগ্রামের সভাপতি ডা. মজিবুল হক খান প্রমূখ।

পূর্বকোণ/আরআর-রাজু

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট