চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

করোনার নমুনা পরীক্ষার অনুমতি পেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
খাগড়াছড়িতে ২৪ ঘণ্টায় আরও ২৩ জন করোনা রোগী শনাক্ত

করোনার নমুনা পরীক্ষার অনুমতি পেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চবি সংবাদদাতা

২৮ মে, ২০২০ | ৩:৪৩ অপরাহ্ণ

করোনাভাইরাস শনাক্ত করতে নমুনা পরীক্ষার অনুমতি পেয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। গতকাল বুধবার (২৭ মে)স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের এক চিঠির সূত্রে এ তথ্য জানা গেছে।  

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, কোভিড-১৯ শনাক্তকরণে বিশ্ববিদ্যালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে অধিদপ্তর থেকে কোভিড-১৯ রোগের ল্যাবরেটরি পরীক্ষা চালুর অনুমতি প্রদান করা হলো। কোভিড-১৯ পরীক্ষার প্রয়োজনীয়  কিটস এবং লজিষ্টিক স্বাস্থ্য অধিদপ্তর হতে সরবরাহ করা হবে। শনাক্তকরণের পরীক্ষার সমন্বিত ফলাফল স্বাস্থ্য অধিদপ্তরের ল্যাব, কল সেন্টার এবং ডিএইচআইএস-২-এ প্রেরণ করতে হবে।

আজ বৃহস্পতিবার (২৮ মে)  বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল হাসানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি পূর্বকোণকে বলেন, আমরা স্বাস্থ্য অধিদপ্তর থেকে চিঠি পেয়েছি। আগামী সোমবার ল্যাব উদ্বোধন করা হবে। এতে ভিডিও কনফারেন্সে শিক্ষা মন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী, জেলা প্রশাসক উপস্থিত থাকবেন।

পূর্বকোণ/ এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট