চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

করোনার নমুনা পরীক্ষার অনুমতি পেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
খাগড়াছড়িতে ২৪ ঘণ্টায় আরও ২৩ জন করোনা রোগী শনাক্ত

চট্টগ্রামে নতুন শনাক্ত ২১৫, আক্রান্ত বেড়ে ২২০০

অনলাইন ডেস্ক

২৮ মে, ২০২০ | ৪:৩১ অপরাহ্ণ

চট্টগ্রামে ৬০২ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে আরও ২১৫ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি হয়েছেন। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছালো ২ হাজার ২০০ জনে।

বৃহস্পতিবার (২৮ মে) রাত সোয়া ১টায় চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান। 

নতুন আক্রান্তদের মধ্যে জন ১৮২ জন চট্টগ্রাম নগরীর এবং ৩৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

ডা. সেখ ফজলে রাব্বি বলেন, বিআইটিআইডিতে ২০৯ টি নমুনা পরীক্ষা করে ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩৭ জন নগরের ও ১ জন বিভিন্ন উপজেলার।

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১০০ জনের পরীক্ষা করে ৩৬ জনের করোনা পাওয়া গেছে। এর মধ্যে ১৬ জন নগরীর ও ২০ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২৫৯টি নমুনা পরীক্ষা করে ১৩৮ জনের করোনা পজেটিভ পাওয়া যায়। এর মধ্যে নগরীর ১২৯ জন আছেন। বাকি ৯ জন বিভিন্ন উপজেলার।

এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৩৪টি নমুনা পরীক্ষা করা হয়। এতে চট্টগ্রামের লোহাগাড়ার ৩ জনের করোনা শনাক্ত হয়।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট