চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

কুতুবদিয়ায় কার্গোবোটের মাঝি নিখোঁজ

কুতুবদিয়া সংবাদদাতা

২৭ মে, ২০২০ | ১০:৪১ অপরাহ্ণ

কক্সবাজারের কুতুবদিয়ায় ঝড়ের কবলে পড়ে সমুদ্রে এক মাঝি নিখোঁজ রয়েছেন। নিখোঁজ হওয়া মাঝির নাম মোস্তাক আহমদ (৫০)। আজ বুধবার (২৭ মে) স্টিমারঘাট হতে বোটটি চট্টগ্রাম শহরে যাওয়ার পথে কুতুবদিয়ার উত্তরে এক কিলোমিটার অদূরে দুপুর ১২টার সময় প্রচ- ঝড়োহাওয়ায় পতিত হলে তিনি নিখোঁজ হন। তিনি উপজেলার প্রধান বড়ঘোপ বাজারের মালামালবাহী এমবি মিজান নামক একটি কার্গোবোটের মাঝি ও স্থানীয় মনোহরখালীর মরহুম নুরুল আলমের ছেলে।

জানা যায়, বুধবার দুপুরে স্টিমারঘাট থেকে বোটে করে চট্টগ্রাম শহরে যাওয়ার পথে কুতুবদিয়ার উত্তরে প্রচ- ঝড়োহাওয়া ওঠে। এ সময় বোটের প্রধান মাঝি মোস্তাক আহমদ ও সহকারী মাঝি শওকত ওসমান দুজনেই ছিটকে পড়েন। পরে শওকত ওসমানকে জীবন্ত অবস্থায় উদ্ধার করা গেলেও হতভাগা মোস্তাককে উদ্ধার করা যায়নি।

এ রিপোর্ট লিখা পর্যন্ত সর্বশেষ তথ্যানুযায়ী, অনেক খোজাখুঁজির পরেও নিখোঁজ মাঝির কোনো হদিস পাওয়া যায়নি। এ ঘটনায় বোট মালিক জিয়াউল হক মিজান ও নেজাম উদ্দিন কুতুবদিয়া থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেছেন।

 

 

 

 

পূর্বকোণ/কুতুবী-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট