চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

কক্সবাজারে আরও ৪৬ জন করোনো রোগী শনাক্ত

চকরিয়া সংবাদদাতা

২৭ মে, ২০২০ | ৯:০২ অপরাহ্ণ

কক্সবাজারে আরও ৪৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আজ বুধবার (২৭ মে) কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে করা নমুনা পরীক্ষায় এ ফল আসে। কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে আজ বুধবার ২৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ৬১ জনের রিপোর্ট পজেটিভ আসে। তাদের মধ্যে নতুনভাবে ৪৬ জন শনাক্ত হন। অপর ১৫ জনের রিপোর্ট আবার পজেটিভ আসে।

তিনি আরও বলেন, বুধবার নতুন শনাক্ত হওয়া ৪৬ জনের মধ্যে কক্সবাজার সদর উপজেলার ৭ জন, চকরিয়ার ৫ জন, উখিয়ার ২০ জন, মহেশখালীর ২ জন, টেকনাফের ২জন, রামুর ৩ জন রয়েছেন। এছাড়া চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ৩ জন, বান্দরবান সদরে ২ জন, রুমা উপজেলায় একজন ও রোয়াংছড়ির একজন রয়েছেন।

প্রসঙ্গত, কক্সবাজারে আজ বুধবার পর্যন্ত মোট করোনা আক্রান্ত ৪৮২ জন শনাক্ত হয়েছেন। এর মধ্যে রোহিঙ্গা শরণার্থী রয়েছেন ২৯ জন। আর এখন পর্যন্ত মারা গেছেন একজন মহিলাসহ মোট ৭ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৭ জন।

 

 

 

 

 

পূর্বকোণ/জাহেদ-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট