চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

করোনা চিকিৎসায় দু’দিনের মধ্যে যুক্ত হচ্ছে আরও ৩ হাসপাতাল

২৭ মে, ২০২০ | ৬:৩৩ অপরাহ্ণ

করোনা চিকিৎসা সুবিধা দ্রুত সম্প্রসারণের উদ্দেশ্যে আজই চট্টগ্রামের খুলশী এলাকায় অবস্থিত হলিক্রিসেন্ট হাসপাতাল অধিগ্রহণ করা হবে। এছাড়া আগামী দুয়েক দিনের মধ্যে আরও তিনটি হাসপাতাল অধিগ্রহণ করে করোনা রোগীদের সেবা প্রদানের ব্যবস্থা নেয়া হবে।

বুধবার (২৭ মে) চট্টগ্রাম সার্কিট হাউসে করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ ও মোকাবিলা সম্পর্কিত চট্টগ্রাম জেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে তথ্যমন্ত্রী ডা. হাছান মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নগরীর আগ্রাবাদ এক্সেস রোডের সিটি হল কনভেনশন সেন্টারকে ৩০০ শয্যার আইসোলেশন সেন্টার হিসেবে গড়ে তোলা হচ্ছে। এছাড়া করোনাভাইরাসে শনাক্তের নমুনা সংগ্রহ করার জন্য চট্টগ্রামে আরও ১১টি বুথ বসানো হবে বলেও জানান তিনি।

এট স্থাপন করার ক্ষেত্রে সেনাবাহিনী সর্বোতভাবে সহায়তা করবে। এরপরও আইসোলেশন সেন্টারের প্রয়োজন পড়লে চট্টগ্রামের নগরে যেসব শীততাপ নিয়ন্ত্রিত কমিউনিটি সেন্টার রয়েছে সেগুলো আমরা আইসোলেশন সেন্টারে রূপান্তর করবো। পরবর্তীতে আরও হাসপাতাল প্রয়োজন হলে সরকার সেগুলো অধিগ্রহণ করবে।

সভায় চট্টগ্রামের সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবিএম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট