চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

সরকারি নির্দেশ অমান্য করায় ১১ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

২৬ মে, ২০২০ | ৯:৪৭ অপরাহ্ণ

সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, নগরীতে প্রবেশ ও বহির্গমন এবং বিভিন্ন পর্যটন স্পটে জনসমাগম রোধে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৬ মে) নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম ইশমামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় ১১ জনকে দু্ই হাজার ৭শ’ অর্থদণ্ড করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম ইশমাম জানান, আকবরশাহ ও পাহাড়তলী থানাধীন এলাকায় সামাজিক দূরত্ব অমান্য করায় ৪ হোটেল ও মুদি দোকানিকে এক হাজার ৫শ’ টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া চান্দগাঁও, চকবাজার, চট্টগ্রাম চিড়িয়াখানা ও ফয়েস লেক এলাকায় নিয়মিত তদারকিমূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় অযাচিতভাবে রাস্তায় ঘোরাফেরা ও মোটর সাইকেলের কাগজপত্র ঠিক না থাকায় ৫ মামলায় ১৬শ’ টাকা জরিমানা করা হয়।

এদিকে, পাচঁলাইশ, খুলশী ও বায়োজিদ এলাকায় ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে একই গাড়িতে অধিক যাত্রী বহন করায় দুই সিএনজি অটোরিকশা চালককে ৬শ’ টাকা জরিমানা করা হয়। সরকারি নির্দেশ কার্যকরে আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট