চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

করোনার চিকিৎসা হবে ইউএসটিসি- ইম্পেরিয়ালে

২৬ মে, ২০২০ | ৮:৪৪ অপরাহ্ণ

চট্টগ্রামের দুই বেসরকারি হাসপাতাল ইম্পেরিয়াল ও ইউএসটিসিকে করোনা রোগীদের চিকিৎসার জন্য অনুমোদন দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। আজ মঙ্গলবার (২৬ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত সচিব মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ অনুমতি দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয় ‘চট্টগ্রাম জেলায় কোভিড-১৯ সংক্রমিত রোগী আশঙ্কাজনকহারে ক্রমাগত বৃদ্ধি অব্যাহত আছে। সংক্রমিত কোভিড-১৯ রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে জননিরাপত্তা বিভাগ এবং জেলা প্রশাসক, চট্টগ্রাম থেকে  ইম্পেরিয়াল হাসপাতাল ও বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালকে বিশেষায়িত কোভিড-১৯ হাসপাতাল ঘোষণার জন্য অনুরোধ করা হয়েছে’।

‘করোনা সংক্রমণের সার্বিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম মহানগরে অবস্থিত ইম্পেরিয়াল হাসপাতাল এবং বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালকে ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতাল হিসেবে ঘোষণা করা হলো। এবিষয়ে দুই হাসপাতাল কর্তৃপক্ষকে কোভিড-১৯ হাসপাতাল হিসেবে ব্যবস্থা গ্রহণ ও পরিচালনার কার্যকরী পদক্ষেপ নেয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট