চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

পলায়নকারী করোনা রোগীকে হাসপাতালে ফেরত দিল পুলিশ

নিজস্ব প্রতিবেদক

২৬ মে, ২০২০ | ৮:০৬ অপরাহ্ণ

সোমবার (২৫ মে) ঈদের রাত। ঘড়িতে তখন রাত ১১ টা। নগরীর আন্দরকিল্লা এলাকায় রাস্তায় মুন্সীগঞ্জে বাড়ি পৌঁছে দেবার জন্য চিৎকার করছিল ৩৫ বছরের এক যুবক। আশেপাশের পথচারী জড়ো হয়ে দেখছিলেন তার কাণ্ড। তখনি পাশ দিয়ে যাচ্ছিলো পুলিশের গাড়ি । গাড়ি থেকে নেমে এলেন পুলিশের দুই এসআই সজল দাশ ও মো. তরিকুজ্জামান। সজল দাশ মনে হল লোকটাকে কোথাও দেখেছে । লোকটার এলোমেলো কথায় মনে পড়ে গেল- ‘আরে এই লোক তো সেই রোগী যাকে গতকাল চট্টগ্রাম জেনারেল হাসপাতালে এরকম আচরণ করতে দেখেছি’। ঈদের আগের দিন জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের সিএমপি কমিশনারের পক্ষ থেকে উপহার দিতে গিয়ে দেখেছিল রোগীটাকে। তারপর আর কি, হাসপাতাল থেকে পালিয়ে আসা করোনাভাইরাস আক্রান্ত এই রোগীকে কৌশলে আটকে এম্বুলেন্সে তুলে জেনারেল হাসপাতালে পাঠায় পুলিশের এই কর্মকর্তা। চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার নাথ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এ বিষয়ে এসআই সজল দাশ জানান, ‘আগেরদিন ওসি স্যারের সাথে জেনারেল হাসপাতালে গিয়েছিলাম। সেই সুবাদে তাকে চিনতে পেরে লোকজনকে প্রথমে সরিয়ে থানায় খবর পাঠিয়ে পুলিশের টিম আনা হল। কিন্তু একটি প্রাইভেট কার তার পাশ দিয়ে যাওয়ার সময় কারের খোলা জানালা ধরে ঝুলে পড়েন ওই রোগী।’ ‘কারটি সিরাজউদ্দৌলা রোডের দিকে চলে যাবার সময় পেছন পেছন দৌড়ে ওই রোগী কিছুদূর যান। আমরা গিয়ে তাকে কর্ডন করে রাখি। পরে  এম্বুলেন্স ডেকে ওই অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে পৌঁছে দেওয়া হয়। ওই রোগীর বাড়ি মুন্সীগঞ্জে। তিনি ওষুধ কোম্পানিতে চাকরি করেন বলে জানা গেছে।

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট