চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

১০ মামলার আসামি সুমন মদসহ ফের পুলিশের জালে

বোয়ালখালী সংবাদদাতা

২৬ মে, ২০২০ | ৩:০৭ অপরাহ্ণ

বোয়ালখালী উপজেলার কড়লডেঙ্গা পাহাড়কে ঘিরে দীর্ঘকাল ধরে গড়ে উঠা মাদক ব্যবসার অন্যতম শীর্ষ ব্যবসায়ী মো. সুমন উদ্দিন (২৮) আটক করেছে পুলিশ।

সোমাবার (২৪ মে) রাতে কড়লডেঙ্গা এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৫০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

মো. সুমন উদ্দিন আহল্লা কড়লডেঙ্গা ইউনিয়নের মধ্যম কড়লডেঙ্গা ২নং ওয়ার্ড হযরত সৈয়দ কালন্দর শাহ (রাহঃ) সংলগ্ন এলাকার রোকেয়ার বাপের বাড়ির মৃত জাফর আহমদের পুত্র।

অভিযান পরিচালনাকারী এসআই সুমন কান্তি দে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় কড়লডেঙ্গা তৈয়্যবিয়া মাদ্রাসার পেছনে সুবেদার টিলা গাছ বাগানের ভিতর সুমনকে ৫০ লিটার মদসহ হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে থানায় ১০টি মামলার তথ্য পেয়েছি।

স্থানীয় ইউপি সদস্য মাহমদু করিম জানান, এর আগেও সে একাধিকবার জেলে গেছে। আছে ১০টির অধিক মামলা। জেলে থেকে ফিরে থেমে থাকে না তার মাদক ব্যবসা।

থানার অফিসার ইনচার্জ আবদুল করিম জানান, মাদক সম্রাট হিসেবে পরিচিত সুমন উদ্দিনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট