চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

করোনার নমুনা পরীক্ষার অনুমতি পেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
খাগড়াছড়িতে ২৪ ঘণ্টায় আরও ২৩ জন করোনা রোগী শনাক্ত

চট্টগ্রামে নতুন করে আরও ৬৫ জন আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক

২৪ মে, ২০২০ | ১১:৫৯ অপরাহ্ণ

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছে । আজ রবিবার (২৪ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

তিনি জানান, সর্বমোট ২৬৪ জনের করোনার নমুনা পরীক্ষায় ৬৫ জনের রির্পোট পজেটিভ এসেছে। এর মধ্যে মহানগরের ৪৪ জন ও উপজেলার ২১ জন আক্রান্ত হয়েছে ।

চট্টগ্রামে তিনটি করোনা পরীক্ষার ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষা শেষে এ ফলাফল পাওয়া গেছে।

তিনি বলেন, চট্টগ্রাম বিআইটিআইডিতে ২০১টি নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ৩৫ টি পজেটিভ। মহানগরের ১৬ জন, উপজেলায় ১৯ জন। চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (CVASU)’তে ২২ জনের নমুনা পরীক্ষার ফলাফলে চট্টগ্রামে কোন পজেটিভ আসে নি। এদিকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ২ জনের নমুনা পরীক্ষায় চট্টগ্রাম জেলার কোন পজেটিভ নেই। অপর দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিবেদনে ৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ৩০ জনের পজেটিভ শনাক্ত হয়। মহানগরের ২৮ জন, উপজেলায় ২ জন।

উপজেলার ২১ জনের মধ্যে বাঁশখালী ৪ জন, পটিয়া ৩ জন,  বোয়ালখালী ২ জন, হাটহাজারী ৪ জন, সীতাকুণ্ড ৭ জন, মীরশ্বরাই ১ জন।

পূর্বকোণ/ আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট