চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

ওমানে স্ট্রোকে হাটহাজারী প্রবাসীর মৃত্যু

হাটহাজারী সংবাদদাতা

২৪ মে, ২০২০ | ৯:২১ অপরাহ্ণ

ওমানে স্ট্রোক করে নাছির উদ্দীন (৫০) নামের চট্টগ্রামের হাটহাজারী উপজেলার এক প্রবাসী মারা গেছেন।  আজ রবিবার (২৪ মে)  সকাল সাড়ে নয়টার  দিকে ওমানের ওয়াদী কবির নামক স্থানের একটি হাসপাতালে তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন মৃতের চাচাতো ভাই ওমান প্রবাসী ফরহাদ ।

প্রবাসী নাছির উদ্দীন উপজেলার মেখল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আলী মোল্লা কাজী বাড়ীর মো.শফির বড় ছেলে বলে জানা গেছে।

জানা গেছে, নাছির দীর্ঘদিন ধরে ওমানের ওয়াদি কবির নামক এলাকায় ইস্পাত কারখানায় কর্মরত ছিলেন। আজ রোববার ভোররাতে তিনি দেশে পরিবারের সদস্যদের সাথে কথা বলার পর ওমানের সোহারে থাকা চাচাতো ভাইয়ের সাথে ফোনে কথাও বলেছিলেন। পরে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ফরহাদ জানান, মৃত নাছিরের মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। বর্তমান করোনা পরিস্থিতির কারণে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে লাশ ওমানে দাফন করা হবে নাকি দেশে নিয়ে যাওয়া হবে সে ব্যাপারে পারিবারিক ভাবে সিন্ধান্ত নেয়া হবে।

পূর্বকোণ/আরআর- জাহাঙ্গীর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট