চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

ভাড়ায় যাত্রী পরিবহণ, ৫ মাইক্রোবাস আটক

নিজস্ব প্রতিবেদক

২৪ মে, ২০২০ | ৮:১২ অপরাহ্ণ

মাইক্রোবাসে ঈদযাত্রা । কৌশলে চট্টগ্রাম শহর থেকে ব্রাক্ষ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর যাচ্ছিলেন যাত্রীরা। কিন্তু এই যাত্রায় বাদ সাজলেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম। তিনি আজ রবিবার (২৪ মে) বিকাল সাড়ে পাঁচটার দিকে সিটি গেইট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে গণপরিবহন হিসেবে ব্যবহৃত পাঁচটি মাইক্রোবাস আটক করেছেন।

মো. তৌহিদুল ইসলাম জানান, নগরীর সিটি গেইট এলাকায় জেলা প্রশাসন এবং সিএমপির যৌথ অভিযানে গণপরিবহন হিসেবে ব্যবহৃত পাঁচটি মাইক্রোবাস আটক করা হয়েছে। চট্টগ্রাম শহর থেকে ভাড়া করা মাইক্রোবাসে গণ হারে যাত্রীরা এর নিজ নিজ বাড়ীর দিকে যাচ্ছিল। পাঁচটি মাইক্রোবাসগুলোকে ট্রাফিক পুলিশের জিম্মায় দেয়া হয়েছে।

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট