চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চাম্বল বাজারে ক্রেতা বিক্রেতাদের বেধড়ক পেটালেন চেয়ারম্যান

অনলাইন ডেস্ক

২৪ মে, ২০২০ | ৬:৫৯ অপরাহ্ণ

করোনাভাইরাস পরিস্থিতিতে লকডাউন চলাকালে বাঁশখালীর চাম্বল বাজারে ঈদ উপলক্ষে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় বাজারের চার ব্যবসায়ী ও কয়েকজন ক্রেতাকে বেধড়ক পেটালেন চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী।

শনিবার (২৩ মে) বিকালে চাম্বল বাজারে মারধরের এ ঘটনাটি ঘটে। এ সময় মুদির দোকানদার ভেট্টু সওদাগর (৪৮), মুদির দোকানদার খোরশেদ আলম (৩৮) আহত হন। চেয়ারম্যানের মারধরের ভিডিওটি অনেকে মুঠোফোনে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। পরে সেটি ভাইরাল হয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী বলেন, দোকান বন্ধ রাখার জন্য অনেক অনুরোধ করার পরও ব্যবসায়ীরা তাদের দোকান খুলে বসেছেন। কয়েকদিন আগে প্রশাসনিক কর্মকর্তারা আমাকে ডেকে এনে বাজারে হাজার লোকের উপস্থিতিতে কোন ব্যবস্থা নিচ্ছি না কেন জানতে চেয়েছেন। করোনাভাইরাস সংক্রমণ রোধে বাধ্য হয়েই বাজার থেকে মানুষকে তাড়াতে হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট