চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

নাইক্ষ্যংছড়িতে দোকান ফেলে পালালেন বিক্রেতা , অতিরিক্ত তালা লাগাল ম্যাজিস্ট্রেট

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) সংবাদদাতা

২৪ মে, ২০২০ | ৫:৫৫ অপরাহ্ণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ম্যাজিস্ট্রেট আসার খবরে দোকান বন্ধ করে পালিয়ে গেছেন বিক্রেতারা। আজ রবিবার (২৪ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন বান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সীমন সরকার। অভিযানে বাইশারী বাজারে হাজী আবদুল আলীর কাপড়ের দোকানে স্বাস্থ্য বিধি না মেনে কাপড় বিক্রি ও ম্যাজিস্ট্রেট আসার খবরে দোকান বন্দ করে পালিয়ে যাওয়ায় অতিরিক্ত তালা লাগানে হয়।

এ সময় দোকানে জনসমাগমের দায়ে এক মুদি দোকানদারকে পাঁচশত টাকা, অপর এক প্লাস্টিক সামগ্রীর দোকান খোলা রাখায় দোকানদারকে পাঁচশত টাকাসহ সর্বমোট ২ দোকানদারকে এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সীমন সরকার বলেন, জেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী উপজেলার হাট বাজার মনিটরিং করা হচ্ছে । যদিও অভিযানের খবর পেয়ে  অধিকাংশ  বিক্রেতা দোকান বন্ধ করে  পালিয়ে গেছে । তারপরও আইন অমান্যকারীদের বিরুদ্বে এই অভিযান চলমান থাকবে । এসময় বাইশারী  পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী ইনচার্জ এস আই মাঈনুদ্দিন, এ এস আই ওমর ফারুক সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট