চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

হালদায় ভেসে উঠেছে মৃত ডলফিন

অনলাইন ডেস্ক

২৪ মে, ২০২০ | ৪:৩২ অপরাহ্ণ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা মৃত ডলফিন ভেসে উঠেছে। ডলফিনটি ৫ ফুট দৈর্ঘ্যের এবং আনুমানিক ৪৫ কেজি ওজনের।  

রবিবার (২৪ মে) সকাল ১০টায় রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের মইশকরা এলাকায় মৃত ডলফিনটি ভেসে ওঠে। ডলফিনের মুখে জেলেদের কেটে দেওয়া জাল আটকা ছিল।

এ প্রসঙ্গে হালদা নদী বিষয়ক গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনজুরুল কিবরিয়া বলেন, ‘আজ সকালে মৃত ডলফিনটি ভেসে ওঠার খবরে আমরা স্পটে গিয়ে ছবি তুলে হালদার ডলফিন সংক্রান্ত কমিটির কাছে পাঠিয়েছি। উনারা বাকিটা ব্যবস্থা গ্রহণ করবেন।

রাউজান উপজেলা মৎস্য কর্মকর্তা পীযুষ প্রভাকর পূর্বকোণকে বলেন, ডলফিনটি মরে ভেসে উঠার খবর পেয়ে উপজেলা প্রশাসনসহ আমরা গিয়ে সেটি উদ্ধার করি। ডলফিনটি তিন থেকে চার দিন আগে মারা গেছে। এটি হালদায় মারা যায়নি। মনে হচ্ছে এটি কর্ণফুলীতে মারা গেছে। জোয়ারের পানিতে ডলফিনটি ভেসে এসেছে হালদায়। গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরে আমরা সেটি মাঠি চাপা দেয়।’

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট