চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

র‌্যাব-পুলিশসহ চট্টগ্রামে আরো দেড় শতাধিক করোনা রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

২৩ মে, ২০২০ | ১১:২২ অপরাহ্ণ

চট্টগ্রাম জেলায় আরও ১৬৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে বাদ যাননি পুলিশ ও র‌্যাব সদস্যও। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৬৪৮ জনে। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি আজ শনিবার (২৩ মে) বিষয়টি নিশ্চিত করেছেন।

তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডি হাসপাতালে ২৪৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬৭ জনের ফল পজিটিভ আসে। এর মধ্যে প্রয়াত সাবেক মেয়র এবিএম মহিউদ্দিনের স্ত্রী হাসিনা মহিউদ্দিনসহ দুইজনের ফল তৃতীয়বারের মতো পজিটিভ এসেছে। এছাড়াও নতুন শনাক্তকৃতদের মধ্যে ২৪ জন পুলিশ ও ৯ জন র‍্যাব সদস্য রয়েছেন।

এদিকে, নগরীর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ১৪০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৯৮ জনের রিপোর্ট পজিটিভ আসে। নতুন শনাক্তকৃতদের মধ্যে র‍্যাবের চান্দগাঁও ক্যাম্পের ১৩ সদস্য ও চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এক নায়েক রয়েছেন।

এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে চট্টগ্রাম জেলার সাতকানিয়া ও লোহাগড়া উপজেলার ১৫টি নমুনা পরীক্ষা হয়। এতে ৬ জনের ফল পজেটিভ এসেছে।

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট