চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

লকডাউন ভবন ও মসজিদে ছাত্রলীগ নেতার ঈদ সামগ্রী উপহার

অনলাইন ডেস্ক

২৩ মে, ২০২০ | ৮:১৫ অপরাহ্ণ

নগরীর ইপিজেডের নিউমুরিং এলাকায় করোনা রোগী সনাক্ত হওয়া ভবন ও মসজিদে ঈদ সামগ্রী উপহার দিলেন ব্যারিস্টার সুলতান আহমদ চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মো. আরমান বিন কবির।

আজ  শনিবার (২৩ মে)বিকেলে লকডাউন হওয়া ওই ভবনের ৭ পরিবার ও ৫টি মসজিদের ইমামের হাতে এ উপহার তুলে দেন তিনি। উপহারে ঈদ সামগ্রীর পাশাপশি নগদ অর্থ প্রদান করা হয় বলে জানান এ ছাত্রলীগ নেতা।

ছাত্রলীগ নেতা আরমান বিন কবির বলেন, করোনাভাইরাসে চট্টগ্রামের অন্য এলাকার মত আক্রান্ত হয়েছে ইপিজেড এলাকাও। প্রতিদিনই বাড়ছে এখানে আক্রান্ত রোগীর সংখ্যা। তেমনি আমাদের এলকার পাশ্ববর্তী একটি ভবনে একজন করোনা রোগী সনাক্ত হয়। তাদের লকডাউনে রাখা হয়েছে। চলাচল সীমিত করা হয়েছে তাদের পাশ্ববর্তী আরও ৬টি পরিবারের। এ দুঃসময়ে তাদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তশালীদের আহবান জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর জিয়াউল হক সুমন। তার নির্দেশেই এই ৭ পরিবারের মাঝে ঈদ সামগ্রী পৌঁছে দেই। পাশাপাশি এলাকার ৫ টি মসজিদেও এই উপহার বিতরণ করি।

এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যারিস্টার সুলতান আহমদ চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রলীগ কর্মী মোহাম্মদ সাজ্জাদ হোসেন মাসুদ।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট