চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

ঈদ উপলক্ষে জেলের বন্দিদের জন্য নানান খাবারের আয়োজন
ঈদ উপলক্ষে জেলের বন্দিদের জন্য নানান খাবারের আয়োজন

ঈদ উপলক্ষে জেলের বন্দিদের জন্য নানান খাবারের আয়োজন

নিজস্ব প্রতিবেদক

২৩ মে, ২০২০ | ৪:৩৫ অপরাহ্ণ

এবারের ঈদে জেলখানায় বন্দিদের জন্য নানান রকমের খাবারের আয়োজন করা হচ্ছে। আগামীকাল রবিবার (২৪ মে) থেকে ৭১১৩ জন বন্দীর জন্য এই খাবারের আয়োজন করা হবে। 
খাবারের মেন্যুতে সকালের জন্য থাকছে পায়েস, মুড়ি। দুপুরের জন্য থাকছে পোলাউ, গরুর মাংস, খাসির মাংস, সালাত, কোমল পানিয়, পান, সুপারি। আবার বিকেলে থাকছে সাদা ভাত, আলুর দম ও মাছ।
এছাড়াও ঈদের নামাজ জামাতে আদায় করার জন্য বন্দীদের মধ্য থেকে যোগ্য ব্যক্তিদের খুঁজে নিয়ে আদায়ের ব্যবস্থা করা হবে। যেহেতু করোনার কারণে পূর্বের ন্যায় বাইরে থেকে আলেম/মাওলানা কারার অভ্যন্তরে প্রবেশের সুযোগ নেই।
তাছাড়া করোনার কারণে পরিবারের রান্না করা খাবার প্রবেশও স্থগিত করা হয়েছে। গত ২৬ মার্চেও বাইরের খাবার দেয়া হয়নি।
করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ও উর্ধ্বতন কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত এরকমই চলতে থাকবে বলে জানিয়েছেন সিনিয়ার জেল সুপার কামাল হোসেন।

পূর্বকোণ/ এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট