চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

করোনার নমুনা পরীক্ষার অনুমতি পেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
খাগড়াছড়িতে ২৪ ঘণ্টায় আরও ২৩ জন করোনা রোগী শনাক্ত

চট্টগ্রামে করোনায় আরও ১ পুলিশ সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

২৩ মে, ২০২০ | ১:৩২ অপরাহ্ণ

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মো. নেকাবার (৪৫) নামে আরও এক পুলিশ সদস্য মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত ৩ পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ মে) সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় এ পুলিশ সদস্যের মৃত্যু হয়।

নগরীরর হালিশহর থানায় কর্মরত কনস্টেবল মো. নেকবার হোসেন (৪৫) ভোলা জেলার চরফ্যাশন থানার চর আফজাল গ্রামের কাঞ্চন আলীর ছেলে। তিনি হালিশহরের নয়া বাজার এলাকায় পরিবার নিয়ে থাকতেন।

জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব পূর্বকোণকে বলেন, করোনা পজেটিভ হওয়ার পর ২২ মে হাসপাতালে ভর্তি হন মো. নেকাব্বর। তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছিল।

হালিশহর থানার ওসি রফিকুল ইসলাম জানান, গত ১৪ মে জ্বর আসলে বাসায় কোয়ারেন্টাইনে পাঠানো হয় তাকে। ১৬ মে দামপাড়া পুলিশ লাইন হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি। শুক্রবার তার অবস্থার অবনতি হলে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আইসিইউতে রেখে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। শনিবার সকালে তার মৃত্যু হয়েছে।

চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ৪৭৯ জন। মৃত্যুবরণ করেছেন ৫১ জন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট