চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

নাইক্ষ্যংছড়িতে এক শিক্ষক করোনায় আক্রান্ত
নাইক্ষ্যংছড়িতে এক শিক্ষক করোনায় আক্রান্ত

চট্টগ্রামে আরও ১৬১ জন করোনা রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

২৩ মে, ২০২০ | ১:১২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলায় আরও ১৬১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪৭৯ জনে। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি আজ শুক্রবার (২২ মে) বিষয়টি নিশ্চিত করেছেন।

তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডি হাসপাতালে ২৪৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৭ জনের ফল পজিটিভ আসে। এর মধ্যে চট্টগ্রাম নগরীর ২৭ জন ও বিভিন্ন উপজেলার ১০ জন রয়েছেন।

এদিকে, নগরীর সিভাসুতে ৮৩ জনের নমুনা পরীক্ষায় ২৫ জনের ফল পজিটিভ আসে। এদের মধ্যে নগরীতে ১০ জন ও বিভিন্ন উপজেলার ১৫ রয়েছেন। শনাক্তকৃতদের মধ্যে একজন পুরাতন রোগীও আছেন বলে জানা গেছে।

এছাড়া নগরীর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ২০৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১০০ জনের রিপোর্ট পজিটিভ আসে। নতুন শনাক্তকৃতদের চট্টগ্রাম নগরীর ৯২ জন ও অপর ৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট