চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চকরিয়ায় সরকারি নির্দেশ অমান্য করায় দেড় লাখ টাকা জরিমানা

চকরিয়া সংবাদদাতা

২২ মে, ২০২০ | ১১:৫৬ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় করোনা সংক্রমণ রোধে দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজের নেতৃত্বে আজ শুক্রবার (২২ মে) এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সামাজিক দুরত্ব বজায় রাখতে অপ্রয়োজনীয জমায়েত ও আড্ডা ছত্রভঙ্গ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় চকরিয়া চিরিংগা ইউনিয়নের মাছঘাট বিভিন্ন বস্ত্রবিতান, ডুলহাজারা ইউনিয়নের মালুমঘাট বিপণী বিতান, চকরিয়া পৌরসভার আমেনা শপিং কমপ্লেক্স, পৌরসভার পালাকাটার বিভিন্ন বিপণী বিতানে সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা রাখায় ২০ মামলায় এক লাখ ৪৫ হাজার ৫শ’ টাকা অর্থদণ্ড ও তিনটি দোকানকে সিলগালা করা হয়।

 

 

 

পূর্বকোণ/আরপি-জাহেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট