চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সন্দ্বীপে স্বাস্থ্যবিধি না মেনে বেচাকেনা, জরিমানা

সন্দ্বীপ সংবাদদাতা

২২ মে, ২০২০ | ৭:৫৯ অপরাহ্ণ

স্বাস্থ্যবিধি না মেনে দোকান খুলে বেচাকেনার অপরাধে সন্দ্বীপে দুই দোকানিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ  শুক্রবার (২২ মে)  সকাল ১০ টা থেকে দুপুর একটা পর্যন্ত সন্দ্বীপের বিভিন্ন বাজারে অভিযান চালায় সন্দ্বীপ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মামুন।

পুলিশ ও নৌবাহিনীর সমন্বয়ে এই অভিযানে সামাজিক দূরত্ব বজায় না রেখে দোকানে ক্রেতাদের পণ্য বিক্রি করা ও স্বাস্থ্যবিধি মেনে সুরক্ষা সামগ্রী ব্যবহার না করার অপরাধে শিবের হাটের একটি ও ধোপার হাটের একটি সহ ২ টি দোকানে ৮ হাজার টাকা করে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।

ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন বলেন, সরকারি নির্দেশনা মেনে দোকান খুলে বেচাকেনার অপরাধের ২ টি দোকানে জরিমানা করা হয়েছে। করোনা সংক্রমণ রোধে আমাদের এই অভিযান চলমান থাকবে।

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট