চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

অর্ধকোটি টাকার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

কক্সবাজার সংবাদদাতা

২২ মে, ২০২০ | ১২:৫৮ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে সদস্যরা অভিযান চালিয়ে কালো পলিথিন ব্যাগের ভেতর থেকে ৯ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

আটক আনোয়ার সাদেক (১৯) উখিয়া কুতুপালং ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক ডব্লিউ এর বাসিন্দা আকাম উদ্দিনের ছেলে।

শুক্রবার (২২ মে) সকালে এক মেইল বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, বৃহস্পতিবার (২১ মে) রাতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং বাজারের দক্ষিণ পার্শ্বে ব্রিজ সংলগ্ন এলাকায় মাদক ব্যবসায়ীরা ইয়াবা বেচাকেনার উদ্দেশ্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি টিম ওই এলাকায় অভিযানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার হাতে থাকা কালো পলিথিন ব্যাগ থেকে ৯ হাজার ৯৫০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য ৪৯ লাখ ৭৫ হাজার টাকা। এ সময় তার এক সহযোগী পালিয়ে যায়।

তিনি আরো জানান, উদ্ধার ইয়াবাসহ আটকের বিরুদ্ধে মাদক আইনে মামলার পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট