চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বিশ্বে করোনায় আক্রান্ত প্রায় সাড়ে ৭২ লাখ, মৃত্যু ৪ লাখ ১১ হাজার
বিশ্বে করোনায় আক্রান্ত প্রায় সাড়ে ৭২ লাখ, মৃত্যু ৪ লাখ ১১ হাজার

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছাড়াল, মৃত্যু ৩ লাখ ৩২ হাজার

আন্তর্জাতিক ডেস্ক

২২ মে, ২০২০ | ১২:০৬ অপরাহ্ণ

বিশ্বের ১৮৮ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে। আজ শুক্রবার (২২ মে) সকাল পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছে ৩ লাখ ৩২ হাজার ৯০০ জন। আর আক্রান্ত হয়েছে ৫১ লাখ ১ হাজার ৯৬৭ জন।

করোনাভাইরাসের প্রকোপে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুবরণকারী দেশ হল যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্ত হয়েছে ১৫ লাখ ৭৭ হাজার আর মৃত্যু হয়েছে ৯৪ হাজার ৭০২ জনের। তবে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ভাইরাসটিকে প্রথমে তেমন গুরুত্ব দেয় নি। যদি গুরুত্ব দিয়ে আরও এক সপ্তাহ আগে লকডাউন জারি করত, তবে অন্তত ৩৬ হাজার লোকের প্রাণ বেঁচে যেত।

এদিকে, করোনায় দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত হয়েছে আরেক পরাশক্তি দেশ রাশিয়ায়। শুক্রবার (২২ মে) সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ১৭ হাজার। তবে মৃতের সংখ্যা তুলনামূলক কম রাশিয়ায়। সেখানে করোনায় মারা গেছেন ৩ হাজার ৯৯ জন।

এরপরে তৃতীয় সর্বোচ্চ আক্রান্ত ব্রাজিলে। সেখানে ৩ লাখ ১০ হাজার মানুষ করোনায় আক্রান্ত এবং মারা গেছেন ২০ হাজার মানুষ।

চতুর্থ সর্বোচ্চ আক্রান্ত হয়েছে যুক্তরাজ্যে। দেশটিতে ২ লাখ ৫২ হাজার মানুষ করোনায় আক্রান্ত। মৃতের সংখ্যার দিক দিয়ে দেশটি দ্বিতীয়। সেখানে করোনায় মারা গেছেন ৩৬ হাজার ১২৪ জন মানুষ। 

পূর্বকোণ/ এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট