চট্টগ্রাম বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

১২ ঘণ্টার ব্যবধানে করোনা উপসর্গে মারা গেলেন চবি শিক্ষক ও কর্মচারী
কক্সবাজারে ৫ রোহিঙ্গাসহ আরও ৮৯ জন করোনা রোগী শনাক্ত

কক্সবাজারে করোনায় ব্যবসায়ীর মৃত্যু

চকরিয়া সংবাদদাতা

২১ মে, ২০২০ | ১১:৪৫ অপরাহ্ণ

কক্সবাজারের করোনা আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম হাজী নুরুল আবছার। শহরের মসজিদ রোডের সুপরিচিত ব্যবসায়ী। কক্সবাজার সদর হাসপাতালের আইসোলেশনে আজ বৃহস্পতিবার (২১ মে) রাত ১০ টায় তিনি মারা যান। গতকাল বুধবার (২০ মে) থেকে তিনি কক্সবাজার সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন। তার শ্বাসকষ্ট বেশি থাকায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে রেফার করা হয়। কিন্তু চট্টগ্রামে নেয়ার আগেই তিনি মারা যান। কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিন আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

কক্সবাজারের সুপরিচিত ব্যবসায়ী প্রতিষ্ঠান মেসার্স হাজী কাসেম এন্ড সন্স’র স্বত্বাধিকারী ছিলেন হাজী নুরুর আবছার। তিনি বাংলাদেশ দোকান মালিক সমিতির কক্সবাজার জেলা শাখার সদস্য, ডিস্ট্রিবিউটর এসোসিয়েশন অব কক্সবাজার এর সহ-সভাপতি। তিনি কক্সবাজার শহরের বার্মিজ স্কুল রোডে বসবাস করতেন।

 

 

 

পূর্বকোণ/আরপি-জাহেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট