চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও ওজনে কম দেয়ায় জরিমানা

নাইক্ষ্যংছড়ি সংবাদদাতা

২১ মে, ২০২০ | ৮:২৯ অপরাহ্ণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার (২১ মে) উপজেলার বাইশারী বাজারে বিকেল ৪টার নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান রুবেলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানে মেয়াদোত্তীর্ণ মালামাল রাখায় মো. আল আমিনের মুদি দোকানকে দুই হাজার টাকা, ওজনে কম দেয়ায় কাঁচা বাজারের মনুকে এক হাজার টাকা, সেলুন খোলা রাখায় এক নাপিত রাজধন কর্মকারকে ৫শ’ টাকা ও কাগজপত্র সঠিক না থাকায় এক মোটর সাইকেল চালককে ৫শ’ টাকা জরিমানা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান রুবেল জানান, জেলা প্রশাসনের নির্দেশক্রমে লকডাউন শিথিলের পর থেকে উপজেলার বিভিন্ন হাটবাজার মনিটরিং করা হচ্ছে। পাশাপাশি সামাজিক দুরত্ব বজায় রাখা, ভোক্তা অধিকার আইন, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি রোধসহ নানা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে। এছাড়া এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

 

 

 

 

 

পূর্বকোণ/আরপি-শামীম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট