চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কক্সবাজারে চিকিৎসকসহ আরও ২৯ করোনা রোগী শনাক্ত

চকরিয়া সংবাদদাতা

২০ মে, ২০২০ | ৯:৩৩ অপরাহ্ণ

কক্সবাজারে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা শুরুর পর থেকে বেড়েই চলেছে রোগীর সংখ্যা। কিছুতেই যেন লাগাম টানা যাচ্ছে না করোনা সংক্রমণের। আজ বুধবার (২০ মে) একদিনে নতুন করে এক মহিলা ডাক্তারসহ করোনা রোগী শনাক্ত হলো আরও ২৯ জন। কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার জেলায় শনাক্ত হয়েছে রোহিঙ্গাসহ সর্বোচ্চ ২৯ করোনা রোগী। আক্রান্তদের মধ্যে কক্সবাজারের চকরিয়ার ৯ জন, সদরের ১১ জন, উখিয়ায় ২ জন ও পেকুয়ার একজন,বান্দরবানের একজন ও চট্টগ্রামের লোহাগাড়ার ৫ জন রয়েছেন।

জানা গেছে, কক্সবাজার জেলায় সবচেয়ে আক্রান্ত বেশি চকরিয়া উপজেলায়। সেখানে মোট আক্রান্ত ৮৭ জন। এছাড়াও দ্বিতীয় অবস্থানে জেলা সদরে ৭৬ জন। আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে উখিয়া। এ উপজেলায় এখন পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে ৩৩ জন।এর পরে রয়েছে পেকুয়ায় ২৬ জন, মহেশখালীতে ১৩ জন, টেকনাফে ৯ জন, রামুতে ৫ জন, কুতুবদিয়ায় একজন। এছাড়া শরণার্থী শিবিরের রোহিঙ্গা রয়েছে ১০ জন।

 

পূর্বকোণ/আরপি-জাহেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট