চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

সাতকানিয়ায় করোনা জয় করে বাড়ি ফিরলেন ৬ জন

সাতকানিয়া সংবাদদদাতা

২০ মে, ২০২০ | ৮:৪৩ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় প্রথমবারের মত আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ৬ ব্যক্তি করোনা যুদ্ধে জয়ী হয়ে আজ বুধবার (২০ মে) সকালে নিজ নিজ গন্তব্যে পৌঁছেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ছাড়পত্র দেয়ার পাশাপাশি ফুল দিয়ে জানিয়েছেন শুভেচ্ছা। সুস্থ হওয়া ৬ জনের মধ্যে দুজন পুলিশ সদস্য ও অপর ৪ জন স্বাস্থ্যকর্মী। তারা হলেন- ট্রাফিক পুলিশ কনস্টেবল বোরহান উদ্দীন (৪৫), জেলা পুলিশ কনস্টেবল মো. সালাহ উদ্দীন (২৪), স্বাস্থ্যকর্মী সৈকত ধর (৩৪), সাইফুল ইসলাম (৩৮), মো. হাবিবুল্লাহ (৩৫) ও নিমু বড়ুয়া (৩০)। এদেরকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সাতকানিয়া উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়তে থাকলে উপজেলাটি চট্টগ্রামের মধ্যে প্রথম করোনা ‘হটস্পটে’ পরিণত হয়। পরবর্তীতে রোগীর সংখ্যা বেড়ে তা ‘সুপার হটস্পট’ এ পরিণত হলে বিষয়টি ভাবিয়ে তুলে চিকিৎসা সংশ্লিষ্টদের। এ কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা আইসোলেশন ইউনিট স্থাপন জরুরি হয়ে পড়লে হাসপাতাল কর্তৃপক্ষ চলতি মাসের ৮ মে হাসপাতালের একটি কক্ষে ১০ বেডের একটি করোনা আইসোলেশন ইউনিট চালু করেন। ওইদিনই করোনায় আক্রান্ত ২ পুলিশ সহ ৪ জনকে আইসোলেশন ইউনিটে ভর্তি দেয়া হয়।

পরবর্তীতে পর্যায়ক্রমে এ আইসোলেশন ইউনিট করোনায় আক্রান্ত আরও দুইজন স্বাস্থ্যকর্মী, একজন সাংবাদিক ও অন্য এক ব্যক্তিসহ মোট ৮ জনকে চিকিৎসার জন্য ভর্তি দেয়। এদের মধ্যে আজ বুধবার সুস্থ হয়ে উঠেছেন ২ পুলিশ সদস্য ও ৪ স্বাস্থ্যকর্মী। আজকেই হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ছাড়পত্র দিলে নিজ নিজ গন্তব্যে ফিরে যান করোনা যুদ্ধে বিজয়ীরা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল মজিদ ওসমানী বলেন, সুস্থ হওয়া ব্যক্তিদের মধ্যে দু্ইজন পুলিশ কনস্টেবল ও ৪ জন স্বাস্থ্যকর্মী রয়েছে। এছাড়া আইসোলেশন ওয়ার্ডে একজন সাংবাদিক ও পৌরসভার ছমদর পাড়ার এক করোনা আক্রান্ত রোগী এখনও চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল থেকে ছাড় পাওয়া ৬ জনকেই ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে। চিকিৎসাধীন সাংবাদিকসহ দুই জনেই খুব কম সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠবেন বলেও আশা করেন তিনি।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিউল কবীর বলেন, করোনাভাইরাসে আক্রান্ত দুই কনস্টেবল থানা কমপাউন্ডে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকবেন।

 

 

 

পূর্বকোণ/আরপি-সুকান্ত

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট