চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

২০ মে, ২০২০ | ৮:৪৩ অপরাহ্ণ

নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বুধবার (২০ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান পরিচালনাকালে অননুমোদিত রং, নকল চেরি, মেয়াদ উত্তীর্ণ পানীয় জব্দ করে সেগুলো ধ্বংস করা হয়। এ সময় ৯ প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করেছে  পরিচালনাকালে এই জরিমানা করা হয়।

নগরীর বাঘগোনাবাজার, হাই‌লেভেল রোড, চাঁনমারী বাজার, লালখান বাজার, পাঠানটুলি বাজার ও টি এন্ড টি বাজার এলাকায় এই অভিযান চালানো হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. ফয়েজ উল্যাহ ও সহকারী পরিচালক নাসরিন আক্তার, সহকারী পরিচালক (মেট্রো) পাপীয়া সুলতানা লীজা ও চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

জনস্বা‌র্থে এই কার্যক্রম অব্যাহত থাক‌বে বলে জানান চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান।

পূর্বকোণ/ আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট