চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

পটিয়ায় রাস্তায় পড়ে থাকা বৃদ্ধকে হাসপাতালে নিলেন ওসি
পটিয়ায় রাস্তায় পড়ে থাকা বৃদ্ধকে হাসপাতালে নিলেন ওসি

পটিয়ায় রাস্তায় পড়ে থাকা বৃদ্ধকে হাসপাতালে নিলেন ওসি

নিজস্ব সংবাদদাতা, পটিয়া

২০ মে, ২০২০ | ৩:৪৮ অপরাহ্ণ

পটিয়া পৌর সদরের ৭ নং ওয়ার্ড এলাকায় খুব অসুস্থ অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকে ৬০ বছরের এক বয়োবৃদ্ধ। করোনার বর্তমান পরিস্থিতিতে অসুস্থ এ বয়োবৃদ্ধের পাশেও কেউ যাচ্ছিল না। গতকাল মঙ্গলবার (১৯ মে) রাত সাড়ে ১০ টার দিকে পটিয়া থানার ওসি বোরহান উদ্দিনের নজরে আসে। তাৎক্ষনিক তিনি ওই স্থানে উপস্থিত হয়ে অসুস্থ এ বয়োবৃদ্ধকে উদ্ধার করে সিএনজি অটোরিক্সাযোগে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরবর্তীতে উক্ত বয়োবৃদ্ধকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পটিয়া হাসপাতালের এম্বুলেন্সযোগে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রিদোয়ান সিদ্দিকী জানান, ‘এক বয়োবৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসেন পটিয়া থানার ওসি। উনি মুখ দিয়ে কোন কথা বার্তা বলতে পারছেন না। উনার আনুমানিক বয়স ৬০। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পটিয়া হাসপাতালের এম্বুল্যান্সের মাধ্যমে তাকে চমেকে নেয়া হয়।
পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানিয়েছেন, ‘খুব অসুস্থ অবস্থায় রাস্তার পাশে পড়ে ছিল ওই বয়োবৃদ্ধ। ওই বয়োবৃদ্ধ ঠিকমত কথা বলতে পারছে না। তার নাম ঠিকানা কিছু জানা যায় নি। কিভাবে সে এখানে এলো তা এখনও বিস্তারিত জানা যায়নি। তাকে প্রথমে পটিয়া হাসপাতালে পরে চট্টগ্রামে মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।’

পূর্বকোণ/ এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট