চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

করোনার নমুনা পরীক্ষার অনুমতি পেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
খাগড়াছড়িতে ২৪ ঘণ্টায় আরও ২৩ জন করোনা রোগী শনাক্ত

রাঙামাটিতে করোনায় একদিনেই ১৭ জন আক্রান্ত

অনলাইন ডেস্ক

২০ মে, ২০২০ | ৩:১২ অপরাহ্ণ

রাঙামাটিতে একদিনেই আরও ১৭ জন করোনভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে পার্বত্য জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪৩ জন।

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের ল্যাবের নমুনা পরীক্ষায় এ রিপোর্ট পাওয়া গেছে।

সিভিল সার্জন অফিসের করোনাভাইরাস বিষয়ক ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল জানান, ১৭ জনের ‘পজিটিভ’ আসার প্রতিবেদন তারা মঙ্গলবার মধ্যরাতে হাতে পেয়েছেন।  

নতুন শনাক্ত রোগীদের মধ্যে মধ্যে-চক্র পাড়ার ১ জন, রাজবাড়ীর ১ জন, মানিকছড়ির ১ জন, দেওয়ান পাড়ার ১ জন, রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি ২ জন, উত্তর কালিন্দীপুরের ৩ জন, রাঙ্গাপানির ১ জন, মাঝেরবস্তির ১ জন, ম্যাজিস্ট্রেট কলোনির ১ জন, রায় বাহাদুর সড়কের ৩ জন, কল্যাণপুরের ১ জন এবং তবলছড়ির ওমদামিয়া হিল এলাকার ১ জন।

এই ১৭ জনের মধ্যে একজন চিকিৎসকও আছেন বলে জেলার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট