চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

কক্সবাজারে ৪ রোহিঙ্গাসহ একদিনে ৩৪ জন করোনা আক্রান্ত

চকরিয়া সংবাদদাতা

১৯ মে, ২০২০ | ৭:৫৮ অপরাহ্ণ

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে  ১৭৮ জনের নমুনা পরীক্ষায় ৪ রোহিঙ্গাসহ ৩৪ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ মঙ্গলবার ‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া ৩৪ জন করোনা রোগীর মধ্যে চকরিয়া উপজেলায় ১৭ জন, কক্সবাজার সদর উপজেলায় ৫জন, পেকুয়া উপজেলায় ২ জন, উখিয়া উপজেলায় ৩জন, টেকনাফ উপজেলায় ১জন, রামু উপজেলায় ১জন, রোহিঙ্গা শরনার্থী ৪ জন এবং বান্দরবানে ১ জন ।  রামুতে সনাক্ত হওয়া রোগী র‍্যাব এর সদস্য।

এ নিয়ে কক্সবাজার জেলায় মঙ্গলবার পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো ২৩৫ জন। যার মধ্যে মারা গেছেন একজন ও সুস্থ হয়েছেন ৫৫ জন।

আক্রান্তদের মধ্যে  চকরিয়া উপজেলায় ৭৭ জন, কক্সবাজার সদর উপজেলায় ৬২ জন, পেকুয়া উপজেলায় ২৬ জন, মহেশখালী উপজেলায় ১৩ জন, উখিয়া উপজেলায় ৩১ জন, টেকনাফ উপজেলায় ৯জন, রামু উপজেলায় ১ জন, কুতুবদিয়া উপজেলায় ২ জন এবং রোহিঙ্গা শরনার্থী ১০জন।

পূর্বকোণ/আরআর-জাহেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট