চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সাউথ সন্দ্বীপ হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক

১৮ মে, ২০২০ | ১১:২১ অপরাহ্ণ

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আয়হীন শিক্ষার্থীদের সহায়তা দিয়েছে সাউথ সন্দ্বীপ হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থী পরিষদ। আজ সোমবার (১৮ মে) বিদ্যালয় প্রাঙ্গণে ২৬০ জন শিক্ষার্থীর মধ্যে নগদ অর্থ উপহার দেওয়া হয়। পাশাপাশি করোনা পরিস্থিতির কারণে সংকটে থাকা বিদ্যালয়ের পাঁচ কর্মচারীকে নগদ অর্থ উপহার দেওয়া হয়।

প্রাক্তন শিক্ষার্থী পরিষদের ফেসবুকে পেইজের মাধ্যমে সমন্বয় করে  শিক্ষার্থীদের  থেকে মাত্র দুই সপ্তাহে ২ লাখ ৯৮ হাজার ৫০০ টাকার সহায়তা তহবিল গঠন করা হয়। স্কুলের প্রাক্তন শিক্ষার্থী তৌহিদুল মাওলা তনু’র তত্তাবধানে ও মনজুর আলমের সার্বিক সহযোগিতায় চট্টগ্রাম পরিষদ এ উদ্যোগ গ্রহণ করে। পরিষদের সন্দ্বীপের উপ-কমিটি প্রকৃত সুবিধাবঞ্চিত ও ক্ষতিগ্রস্থ শিক্ষার্থীদের তালিকা তৈরি করে। তালিকা অনুযায়ী সোমবার সকালে প্রত্যেক শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দূরত্ব মেনে নগদ এক হাজার টাকা তুলে দেয়া হয়।

প্রাক্তন শিক্ষার্থী পরিষদ উদ্যোক্তারা জানান, এই উপহার বিতরণের মাধ্যমে আমরা আমাদের অনুজদের কাছে একটি ম্যাসেজ দিতে চাই। আমরা এটাই বুঝাতে চাই দেশের খারাপ সময়ে এভাবেই মানুষের পাশে দাঁড়াতে হবে।

পূর্বকোণ/ আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট