চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

১২ ঘণ্টার ব্যবধানে করোনা উপসর্গে মারা গেলেন চবি শিক্ষক ও কর্মচারী
কক্সবাজারে ৫ রোহিঙ্গাসহ আরও ৮৯ জন করোনা রোগী শনাক্ত

চট্টগ্রামে নতুন করে আরও ৫৪ জন আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক

১৮ মে, ২০২০ | ১১:৪৫ অপরাহ্ণ

চট্টগ্রামে আরও ৫৪ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। আজ সোমবার (১৮ মে) সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এই তথ্য নিশ্চিত করেছেন। তবে আজ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ( চমেক) ফলাফল পাওয়া যায়নি। সেটা আগামীকাল মঙ্গলবার সকালে প্রকাশ করবেন বলে তিনি জানিয়েছেন।

সিভিল সার্জন জানান, কক্সবাজার মেডিকেল কলেজ, বিআইটিআইডি ও সিভাসু এই তিন ল্যাবের নমুনা পরীক্ষায় ৫৪ টি পজেটিভ পাওয়া গেছে। যার মধ্যে মহানগর এলাকায় ২১টি ও উপজেলায় পযার্য়ে ৩৩টি সর্বমোট ৫৪ টি।

চট্টগ্রাম বিআইটিআইডি তে ১২৪ টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ২৭টি পজেটিভ। চট্টগ্রামে ২৭ টি পজেটিভ। মহানগর ২১ ও উপজেলায়-৬ টি।
উপজেলার ছয় জনের মধ্যে সীতাকুণ্ড ১ পটিয়া ১, মীরসরাই ১, বাঁশখালী ১, হাটহাজারী ১ ও চন্দনাইশে ১।

চট্রগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটিতে ৭৪ টি নমুনা পরীক্ষার ফলাফলে মোট ২৪ টি পজিটিভ, এরমধ্যে চট্টগ্রামে ২২ টি,খাগড়াছড়িতে ২ টি পজিটিভ। চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় ২২।পটিয়া ৮,সীতাকুণ্ড ৭,হাটহাজারী ৬ ও বাঁশখালী ১

কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে চট্টগ্রাম জেলার ২৪ টি নমুনা পরীক্ষার ফলাফলে চট্টগ্রামের ৫ টি পজিটিভ( লোহাগাড়া-৫ ) ১৯ টি নেগেটিভ।

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট