চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

২৪ ঘণ্টায় শনাক্ত ৭৩

চট্টগ্রামে ৮শ ছুঁই ছুঁই করোনা রোগী

১৮ মে, ২০২০ | ২:২১ পূর্বাহ্ণ

 

চট্টগ্রামে দিনদিন করোনাভাইরাসে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।   চট্টগ্রামের তিন ল্যাব ও কক্সবাজারের একটি ল্যাবে প্রতিদিন নমুনা পরীক্ষায় গড়ে ১৫ শতাংশের বেশি রোগী শনাক্ত হচ্ছে। গত দুই সপ্তাহ ধরেই একই নিয়মে বৃদ্ধি পাচ্ছে রোগীর সংখ্যা।

তথ্য বলছে, গেল এক সপ্তাহ ধরে একদিনের জন্যও ৫০ এর নিচে নামেনি আক্রান্ত রোগীর সংখ্যা। যার ব্যতিক্রমন হয়নি গতকাল রবিবারও। চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। যাদের মধ্যে বরাবরের মতো পুলিশ, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও শিশু রয়েছেন। নতুন করে শনাক্ত হওয়া এ ৭৩ জনসহ করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এখন প্রায় ৮শ’ ছুঁয়ে।

তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সর্বমোট চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডি ও চট্টগ্রাম মেডিকেল কলেজ ও সিভাসু এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে সর্বমোট ৫০১ টি নমুনা পরীক্ষা করা হয়। যাতে সর্বমোট ৯৩ জনের ফলাফল পজেটিভ আসে। এরমধ্যে চট্টগ্রামের ৭৯ জন রয়েছেন। তবে এতে নগরীর দুই নম্বর গেট মেয়র গলির চশমা হিলের তথা সাবেক মেয়র প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী হাসিনা মহিউদ্দিন, তার ছেলে ও এক জনের রিপোর্ট দ্বিতীয়বার পজেটিভ আসে। যাদের চট্টগ্রামের দুটি ল্যাবে দুইবার করে পরীক্ষা করা হয়। যা বাদ দিয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয় ৭৩ জন। এছাড়া তিন ল্যাবে পজেটিভ আসাদের মধ্যে কুমিল্লা জেলার একজন, লক্ষ্মীপুর জেলার ১১ জন, নোয়াখালীর ১ জন রয়েছেন। গতকাল রবিবার রাতে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

চট্টগ্রামে শনাক্ত যারা :
বিআইটিআইডিতে শনাক্তদের মধ্যে চট্টগ্রাম ক্যান্টাটমেন্ট এলাকার ৪২ বছরের পুরুষ, ৬০ বছরের বৃদ্ধ, বিআইটিআইডিতে চিকিৎসাধীন ৫৪ বছরের বৃদ্ধ, বোয়ালখালীর ৩৪ বছরের পুরুষ, বোয়ালখালীর বড়–য়া পাড়ার ৪৮ বছরের পুরুষ, চরনদ্বীপের ১৩ বছরের শিশু, চৌধুরীপাড়ার ২৩ বছরের যুবক, পটিয়ার গৌবিন্দপাড়ার ২৩ বছরের যুবক, পাইকপাড়ার ৩২ বছরের পুরুষ, স্টেশন রোডের ৩৯ বছরের পুরুষ, সীতাকু-ের পৌরসভার গোডাউন রোডের ২৫ বছরের যুবক, ২৬ বছরের যুবক, বাঁশবাড়িয়ার ৩৪ বছরের পুরুষ, নগরীর আকবরশাহ বিশ^কলোনীর ৪০ বছরের পুরুষ, চট্টগ্রাম ডায়াবেটিস হাসপাতালের ৬০ বছরের বৃদ্ধ, দামপাড়া পুলিশ লাইনের ২৯ বছরের পুলিশ সদস্য, ২৫ বছরের আরেক সদস্য, শ্যমলি আবাসিক এলাকার ২৫ বছরের যুবক, ৫৪ বছরের বৃদ্ধ, রাঙ্গুনিয়ার শান্তিরহাটের ৩২ বছরের পুরুষ, ২৮ বছরের যুবক, ৪২ বছরের পুরুষ, রাঙ্গুনিয়ার দক্ষিণ নগরের ৬৫ বছরের বৃদ্ধ, রাঙ্গুনিয়া থানার ২৪ বছরের যুবক, নগরীর হালিশহরের ৪০ বছরের পুরুষ, পাঁচলাইশের ৫২ বছরের বৃদ্ধ, পাহাড়তলীর ২৬ বছরের যুবক, পটিয়া পাইকপাড়ার ৫০ বছরের বৃদ্ধ, গৌবিন্দখালীর ৪০ বছরের নারী, দামপাড়া পুলিশ লাইনের ৩১ বছরের পুলিশ সদস্য, র‌্যাব-৭ এর ৩১ বছরের এক সদস্য, মুরাদপুর বাদশা মিয়া ম্যানশনের ৬৪ বছরের বৃদ্ধ, বাকলিয়ার ৩৮ বছরের পুরুষ, ফৌজদারহাটের ফিল্ড হাসপাতালের ২৩ বছরের যুবক, দুই নম্বর মেয়র গলির চশমা হিলের ২৫ বছরের যুবতী, ৩০ বছরের নারী, ৩৯ বছরের পুরুষ রয়েছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে শনাক্ত হওয়াদের মধ্যে নগরীর হালিশহরের ৩২ বছরের পুরুষ, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ৩৭ বছরের পুরুষ, খুলশীর ৬০ বছরের বৃদ্ধা, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৪৪ বছরের এক চিকিৎসক, পাথারঘাটার বাসিন্দা ৩২ বছরের চিকিৎসক, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৫ বছরের যুবক ও ৩২ বছরের পুরুষ, কোতোয়ালীর ৬২ বছরের বৃদ্ধ, সুগন্ধা আবাসিকের ৫৩ বছরের বৃদ্ধ, একই পরিবারের ৪৫ বছরের বৃদ্ধ, ৬০ বছরের বৃদ্ধ, ৬২ বছরের বৃদ্ধ, ৩৬ বছরের নারী, ডবলমুরিং এলাকার ৩৯ বছরের পুরুষ, কোতোয়ালীর আসকার দিঘীর পাড়ের ৩০ বছরের নারী, ইপিজেডের ৩৮ বছরের যুবক, আগ্রাবাদ এলাকার ৩৫ বছরের পুরুষ, লালখান বাজারের ৩৮ বছরের পুরুষ ও ৬৫ বছরের বৃদ্ধ, চট্টগ্রাম জেনারের হাসপাতালের ৩২ বছরের পুরুষ, ৩০ বছরের পুরুষ, ইপিজেডের ৩৫ বছরের পুরুষ, জেনারেল হাসপাতালের ৫৬ বছরের বৃদ্ধ, বন্দরের ৩০ বছরের পুরুষ, সিইপিজেডের ৫৪ বছরের বৃদ্ধ, বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩০ বছরের নারী চিকিৎসক,হাটহাজারীর বড়দুয়ারার ৫৬ বছরের বৃদ্ধা, নগরীর অলংকারের ৬৫ বছরের বৃদ্ধা রয়েছেন।

গত ২৪ ঘন্টায় পরীক্ষা হওয়া ২৪৭ জনসহ বিআইটিআইডি এ নিয়ে ৬ হাজার ৬৯৯ জনের নমুনা এবং সিভাসুর ল্যাবে ১ হাজার ৬৪৯ টি নমুনা পরীক্ষা করা হয়। এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ল্যাবে এখন পর্যন্ত ৬৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়। যারমধ্যে চট্টগ্রামে এখন পর্যন্ত ৭৮৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে ইতোমধ্যে ১০০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং মৃত্যু হয়েছে ৩৬ জনের।

 

 

 

 

 

 

পূর্বকোণ/আইএইচআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট