চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

জৈষ্ঠ্যপুরায় নিষেধাজ্ঞা অমান্য করে ক্রিয়া অনুষ্ঠান, ১০ হাজার টাকা জরিমানা

বোয়ালখালী সংবাদদাতা

১৭ মে, ২০২০ | ৫:৫৬ অপরাহ্ণ

করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠ্যপুরা গ্রামে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে ৫’শ লোককে নিয়ে শ্রাদ্ধ অনুষ্ঠান আয়োজন করায় ওই অনুষ্ঠান বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ রবিবার (১৭ মে) দুপুরে নিয়মিত টহলে থাকা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত হন।

জানা যায়, পাঁচ শতাধিক মানুষের খাওয়ার আয়োজন করে মায়ের ‘ক্রিয়া’ করছিলেন স্থানীয় মুকুন্দ লাল চৌধুরীর ছেলে উত্তম চৌধুরী। তিনি মন্ত্রপাঠরত থাকায় তার অভিভাবকদের কাছে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে এত লোক সমাগমের আয়োজন এর বিষয়ে জানতে চাইলে তারা অপরাধ স্বীকার করে নেন। এতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে ধর্মীয় আচার ব্যাতীত খাওয়ার আয়োজন বন্ধ করে দেন এবং ১০ হাজার টাকা জরিমানা করেন।

পরে বেঁচে যাওয়া প্রায় ২৫০ লোকের খাওয়া আশেপাশের গরীব ও প্রতিবেশিদের বিতরণের নির্দেশ দেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট