চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে করোনায় এক নারীর মৃত্যু, উপসর্গ নিয়ে মৃত্যু আরও দুই পুরুষের

অনলাইন ডেস্ক

১৭ মে, ২০২০ | ৩:৩৫ অপরাহ্ণ

নভেল করোনাভাইরাসের ( কোভিড-১৯) সংক্রমণে চট্টগ্রামে জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে তিনজন চিকিৎসাধীন রোগী মারা গেছে। এদের মধ্যে একজন নারী এবং দুইজন পুরুষ ছিলেন।
আজ রবিবার (১৭ মে) দুপুরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা গেছে। এদের মধ্যে নগরীর পাথরঘাটা আশরাফ আলী রোডের ৬৫ বছর বয়সী এক নারী রয়েছে, যার করোনা পজিটিভ ছিল। তিনি শনিবার রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এর কয়েক ঘণ্টা পর রাত সাড়ে ১০টার দিকে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ফটিকছড়ি উপজেলার এক ৭০ বয়সী বৃদ্ধ মারা যান।
এছাড়া  আজ রবিবার (১৭ মে) সকাল ৮টার দিকে নগরীর আগ্রাবাদ বেপারী পাড়ার ৫৯ বয়সী এক পুরুষ মারা যান জেনারেল হাসপাতালে।
এই দুইজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট আসলে জানা যাবে, তারা দুজন করোনায় সংক্রমিত ছিলেন কিনা।

উল্লেখ্য, চট্টগ্রামে এই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৩৩ জনের মৃত্যু হয়েছে।

পূর্বকোণ/ এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট