চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

চট্টগ্রামে আরও ৭৫ জন করোনা রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

১৬ মে, ২০২০ | ১১:৪১ অপরাহ্ণ

চট্টগ্রাম জেলায় আরও ৭৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭১৫ জনে। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি আজ শনিবার (১৬ মে) বিষয়টি নিশ্চিত করেছেন।

তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডি হাসপাতালে ২২১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৮ জনের ফল পজিটিভ আসে। এর মধ্যে চট্টগ্রাম নগরীর ১৯ জন ও বিভিন্ন উপজেলার ৯ জন রয়েছেন।

এদিকে, নগরীর সিভাসুতে শুক্রবার (১৫ মে) করা ১০০ জনের নমুনা পরীক্ষায় পুরাতন এক রোগীর ফল আবারও পজিটিভ আসে। আজ শনিবার (১৬ মে) করা ৮৩ জনের নমুনা পরীক্ষায় ১২ জনের ফল পজিটিভ আসে। তারা সবাই চট্টগ্রামের বিভিন্ন ‍উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

এছাড়া নগরীর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ৯১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৮ জনের রিপোর্ট পজিটিভ আসে। নতুন শনাক্তকৃতদের চট্টগ্রাম নগরীর ৩৫ জন ও অপর ৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এদের মধ্যে ৩ জন পুরাতন রোগীও আছেন।

এদিকে, কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত ল্যাবে ৯টি নমুনা পরীক্ষার সবগুলোর ফলই নেগেটিভ এসেছে।

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট