চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে ডিজিটাল ঈদ বাজার, লভ্যাংশ ব্যয় হবে দুস্থদের কল্যাণে

বিজ্ঞপ্তি

১৪ মে, ২০২০ | ১০:৫১ অপরাহ্ণ

করোনাক্রান্তিতে লকডাউনে আছে সারা দেশ। আবার সামনেই আসছে ঈদ। হয়তোবা এবারের ঈদ হবে না অন্যান্যবারের মতো আনন্দ মুখর, হবে না মার্কেট ঘুরে ঘুরে ঈদ শপিং। আর এসব মিলিয়ে বড় রকমের ক্ষতির মুখে ক্ষুদ্র-মাঝারি থেকে শুরু করে সব ধরনের ব্যবসায়ীরা। কর্মহীন হয়ে আছে। রাইড শেয়ার করে যাদের জীবিকা নির্বাহ হতো তারাও। এই সবগুলো ক্ষেত্রকে এক জায়গায় এনে ক্ষতির পরিমাণ যাতে কমে তাঁর জন্য ভিন্ন রকমের এক উদ্যোগ নিয়েছে লিড লাইফ এবং টিম চিটাগাং।

এই ‍উদ্যোগে Digital Eid Bazar 2020 নামে ফেসবুক ইভেন্টের মাধ্যমে পণ্য বিক্রয় করতে পারবেন বিক্রেতারা। ক্রেতারা তাঁদের প্রয়োজনীয় পণ্য ও ঈদের শপিং করে নিতে পারবেন ঘরে বসেই। এসব পণ্য ডেলিভারি করবে কর্মহীন হয়ে পড়া রাইডাররা। এর মাধ্যমে কিছুটা হলেও কর্মহীনতা ঘুচাবে বলে আশা প্রকাশ করছেন আয়োজকরা।

একইসাথে এই ডিজিটাল ঈদ বাজার থেকে প্রাপ্ত লভ্যাংশ ব্যয় করা হবে করোনাকালে অসহায় হয়ে পড়া মানুষদের জন্য। ডিজিটাল ঈদ বাজার থেকে যেকোনো পণ্য কেনা যাবে ০১৬৪৩৬৭৮৫৫৫ এই নাম্বারে একটি মাত্র ফোন কল করেই।-বিজ্ঞপ্তি।

 

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট