চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

চট্টগ্রামে আরও ৬০ করোনা রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

১৪ মে, ২০২০ | ১০:৩৬ অপরাহ্ণ

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৬০ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। চট্টগ্রামের তিন ল্যাবে নমুনা পরীক্ষার পর এ ৬০ জনের শরীরের সংক্রমণ পাওয়া যায়। এদের মধ্যে নগরীর শিল্প পুলিশের তিন পুলিশ সদস্য ও তিন চিকিৎসক রয়েছেন। এছাড়া নতুন শনাক্তদের মধ্যে বরাবরের মতো শিশুও রয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫৭৩ জনে দাঁড়িয়েছে।

তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সর্বমোট চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডি ও চট্টগ্রাম মেডিকেল কলেজ ও সিভাসুর ল্যাবে সর্বমোট ৩৯৪ টি নমুনা পরীক্ষা করা হয়। এতে সর্বমোট ৭৬ জনের ফলাফল পজেটিভ আসে। এর মধ্যে চট্টগ্রামের ৬১ জন রয়েছেন। তবে এতে নগরীর বাকলিয়া এলাকার ৭২ বছরের এক বৃদ্ধের দ্বিতীয়বার নমুনা পরীক্ষায় ফলাফল পজেটিভ আসে। বাকি ৬০ জনই নতুন শনাক্ত হয়েছেন। এদের মধ্যে একজনের আগেই মৃত্যু হয়। এছাড়া তিন ল্যাবে শনাক্তকৃতদের মধ্যে রাঙ্গামাটিতে ১১ জন, খাগড়াছড়ির একজন, ফেনী জেলার একজন, নোয়াখালীর একজন এবং লক্ষ্মীপুর জেলার একজন রয়েছেন। আজ বৃহস্পতিবার (১৪ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

চট্টগ্রামে শনাক্ত যারা :
বিআইটিআইডিতে শনাক্তকৃতদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৪০ বছর বয়সী সহকারী রেজিস্ট্রার, কর্ণফুলীর শিকলবাহা’র ৩৫ বছরের পুরুষ, শিল্প পুলিশের ৩৫, ১৯ ও ১৯ বছরের তিন সদস্য, পতেঙ্গার খাজুরতলার ৪২ বছরের পুরুষ, বায়েজিদের বার্মা কলোনীর ২১ বছরের যুবক, বন্দরের ফ্রি-পোর্ট এলাকার ৩২ বছরের পুরুষ, অক্সিজেন এলাকার ৬৫ বছরের বৃদ্ধ, অক্সিজেন কালাপোল এলাকার ৩৪ বছরের পুরুষ, কোতোয়ালীর পাথরঘাটার ৫০ বছরের বৃদ্ধা, কাটগড়ের ৩৫ বছরের পুরুষ, নতুন চান্দগাঁও থানার ৬৫ বছরের বৃদ্ধ, ফিরিঙ্গি বাজারের ৫৩ বছরের বৃদ্ধ, ফৌজদারহাটের ৩০ বছরের নারী, ফিরিঙ্গি বাজারের ৩০ বছরের যুবক, ৪২ বছরের পুরুষ, বাঁশখালীর ২৩ বছরের পুরুষ, রাঙ্গুনিয়ার ৪০ বছরের পুরুষ, বাঁশখালীর ৩০ বছরের নারী, নগরীর অলংকার এলাকার ৪২ বছরের পুরুষ, বন্দরের ১৪ বছরের তরুণ, ফৌজদারহাটের ফিল্ড হাসপাতালে চিকিৎসাধীন ১৯ বছরের যুবক, নগরীর দুই নম্বর গেট মেয়র গলির চশমা হিলের ৫৫ বছরের বৃদ্ধ, ফিরোজশাহ কলোনীর ৩৮ বছরের পুরুষ, কোতোয়ালীর আলকরণ এলাকার ১২ বছরের শিশু, একই পরিবারের ৪৩ ও ৮৫ বছরের দুই নারী এবং ১৬ বছরের যুবক রয়েছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে শনাক্ত হওয়াদের মধ্যে নগরীর নিউমুরিং এলাকার ১৮ বছরের তরুণী, ফিরিঙ্গিবাজারের ৭১ বছরের বৃদ্ধ, রাঙ্গুনিয়ার ৩৮ বছরের পুরুষ, হালিশহরের ৮৫ বছরের বৃদ্ধ, ডবলমুরিংয়ের সিডিএ এলাকার ৫৫ বছরের বৃদ্ধ, লালখান বাজার এমএম আলী রোডের ৫০ বছরের বৃদ্ধা, কর্ণফুলীর ৬০ বছরের বৃদ্ধ (মৃত), চান্দগাঁও আবাসিক এলাকার এ ব্লকের ৪৫ বছরের পুরুষ, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের গাইনী ওয়ার্ডের ৩৬ বছরের চিকিৎসক, পতেঙ্গার ৩৩ বছরের পুরুষ, নন্দনকানন এলাকার ৭৫ বছরের বৃদ্ধ, চকবাজার এলাকার বাসিন্দা ২৭ বছরের চিকিৎসক, অক্সিজেন মোড় জাহান ভিলার ২৭ বছরের যুবক, কোতোয়ালীর সতীশ বাবু লেইনের ৫২ বছরের বৃদ্ধা, একই পরিবারে ১৬ বছরের তরুণী, গোসাইলডাঙ্গা আজিজ মসজিদ এলাকার ২৩ বছরের যুবক, আসাদগঞ্জের ১৭ বছরের যুবক, আগ্রাবাদ এলাকার ৫৩ বছরের বৃদ্ধা, কোরবানীগঞ্জের ৪৩ বছরের পুরুষ, টেরিবাজারের ৬২ বছরের বৃদ্ধ, গোসাইলডাঙ্গার ৫৫ বছরের বৃদ্ধ, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ৩৩ বছরের পুরুষ, কোতোয়ালীর খলিফাপট্টির ৩৩ বছরের পুরুষ, পতেঙ্গার ৩৭ বছরের নারী, কোতোয়ালীর ৪৫ বছরের নারী রয়েছেন।

সিভাসুতে শনাক্ত হওয়াদের মধ্যে পটিয়ার ২ নম্বর শোভনদণ্ডী ইউনিয়নের রশিদাবাদ এলাকার ২৫ বছর বয়সী নারী ও তার এক বছরের শিশু সন্তান, পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ৩ বছরের শিশু, একই পরিবারের ৭৫ বছরের বৃদ্ধ, গোবিন্দ্রখীল ৮ নম্বর সড়কের ২১ বছরের যুবক ও ৩৬ বছরের পুরুষ রয়েছে।

 

 

 

পূর্বকোণ/ আইএইচআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট