চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

পটিয়া-রাঙ্গুনিয়া সীমান্তবর্তী পাহাড়ে অস্ত্র তৈরির কারখানায় অভিযান, গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক

১৪ মে, ২০২০ | ৫:০৪ অপরাহ্ণ

পটিয়া-রাঙ্গুনিয়ার সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র‌্যাব-৭। এসময় অস্ত্র তৈরির তৈরির দুইজন কারিগরকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রোকন (৩৮) ও মো. আবদুল (৩২)।  মো. রোকন রাঙ্গুনিয়ার পশ্চিম খুরুশীয়ার মৃত আবুল কাশেমের ছেলে ও মো. আবদুল একই এলাকার জয়লালের ছেলে।

বৃহস্পতিবার (১৪ মে) ভোর সাড়ে ৬টার দিকে পটিয়া-রাঙ্গুনিয়ার সীমান্তবর্তী দুর্গম বাইল্যার বাপের ডেবা নামক পাহাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়। এসময় ৪টি দেশীয় তৈরী ওয়ান শুটারগান, ৩ রাউন্ড তাজা কার্তুজ, ১০ রাউন্ড খালি খোসা এবং অস্ত্র তৈরীর বিপুল সরঞ্জামাদি জব্দ করা হয়।

র‌্যাব কর্মকর্তা মাহমুদুল হাসান মামুন বলেন, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরীর কারখানায় অস্ত্র তৈরি করে আসছিল। এসব অস্ত্র পটিয়া, রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়িসহ পার্শ্ববতী বিভিন্ন এলাকার সন্ত্রাসীদের কাছে বিক্রি করে আসছিল তারা।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট