চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

করোনার হানা সদরঘাট থানায়, ওসিসহ আক্রান্ত ১০

১৪ মে, ২০২০ | ২:২৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামে করোনায় আক্রান্তদের মধ্যে এককভাবে শীর্ষ রয়েছেন নগর পুলিশের সদস্যরা। নগরীতে মোট আক্রান্তের প্রায় ১৫ শতাংশের বেশি আক্রান্ত হয়েছেন এ বাহিনীতেই। প্রতিদিনেই প্রকাশিত ফলাফলে এ বাহিনীর কোন না কোন সদস্যের নাম থাকছেন। আক্রান্তের দিক থেকে নগর ট্রাফিকের সদস্যরা এগিয়ে থাকলেও এবার এককভাবে শুধুমাত্র নগরীর সদরঘাট থানাতেই আক্রান্ত হয়েছেন থানার প্রধানসহ দশ পুলিশ সদস্য।

যাদের মধ্যে বুধবার (১৩মে) একসাথেই করোনা শনাক্ত হয়েছেন সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান ফারুকীসহ আট জনের। এর আগে গত মঙ্গলবার শনাক্ত হয় একই থানার আরেক সদস্যের। তার আগেও গত সপ্তাহে থানার মুন্সির শরীরের প্রথম করোনার সংক্রমন পাওয়া যায়। এরপর থেকেই একে একে এখন পর্যন্ত দশজনের শরীরে পাওয়া গেছে এ ভাইরাসের অস্তিত।

জানা যায়, ওসি ফজলুর রহমান ফারুকী ছাড়াও আক্রান্তদের মধ্যে দুইজন এএসআই এবং সাতজন কনস্টেবল রয়েছেন। এরমধ্যে একজন ওসির দেহরক্ষী এবং গাড়ি চালকও আছেন।

শুধু সদরঘাট থানাতেই নয়, বুধবার (১৩ মে) চট্টগ্রামে করোনাভাইরাসে শনাক্ত হওয়াদের মধ্যে পুলিশের আরও পাঁচ সদস্য ছিলেন। যাদের মধ্যে সিএমপির স্পেশাল আর্মড ফোর্স (এসএএফ) শাখার তিনজন সদস্য রয়েছেন। শনাক্ত হওয়া পাঁচ জনেই নগরীর দামপাড়া পুলিশ লাইনের ব্যারাকে থাকেন। সবমিলিয়ে এদিন পুলিশের ১৩ জনের করোনা শনাক্ত হয়। এ ১৩ জনসহ চট্টগ্রামে এখন পর্যন্ত পুলিশের সর্বমোট ৪৪ জন সদস্য আক্রান্ত হয়েছেন। 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে পূর্বকোণকে বলেন, বুধবার নগর পুলিশের ১৩ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। যাদের মধ্যে আটজনেই সদরঘাট থানার। এ নিয়ে সিএমপি’র ৪৪ জন সদস্য  আক্রান্ত হয়েছেন এবং তাদের মধ্যে ৯ জন সুস্থ হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

 

 

 

 

পূর্বকোণ/আইএইচআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট