চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

স্বাস্থ্যবিধি অমান্য করায় তালা ঝুলছে শতাধিক দোকানে

নিজস্ব প্রতিবেদক

১৩ মে, ২০২০ | ৯:৪৭ অপরাহ্ণ

স্বাস্থ্যবিধি না মেনে খোলা এমন শতাধিক দোকানে ঝুলছে এখন পুলিশের তালা। আজ বুধবার (১৩ মে) দুপুর দুপুর আড়াইটা থেকে বিকেল ৪ টা পর্যন্ত নগরীর নন্দনকান, রাইফেল ক্লাব এবং মোসাফির খানা মার্কেটে অভিযান চালায় কোতোয়ালী থানা পুলিশ।

কোতোয়ালী জোনের সহকারী কমিশনার নোবেল চাকমার নেতৃত্বে পরিচালিত অভিযানে এ সময় স্বাস্থ্য বিধি না মেনে খোলা এমন ১০০টি দোকান বন্ধ করে দেয়া হয়। শুধু তাই নয়, স্বাস্থ্যবিধি না মেনে দোকান খুললে ফলাফল দোকানের সামনে পুলিশের তালা বলেও জানান কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন।

তিনি পূর্বকোণকে বলেন, ‘দোকান খোলার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানা নিশ্চিতে কঠোর অবস্থানে আমরা। আমরা এতদিন কঠোর হইনি, আজ থেকে হলাম। মার্কেট কিংবা দোকান খুলতে হলে স্বাস্থ্যবিধি মানা আবশ্যক। এর বিন্দুমাত্র ব্যত্যয় ঘটলেও ছাড় দেওয়া হবে না। আজ থেকে তা তদারকিতে মাঠে থাকবো আমরা’।

 

 

পূর্বকোণ/আরপি-এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট