চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

করোনায় মিরসরাইয়ে প্রথম মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

১৩ মে, ২০২০ | ৮:৩১ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোহাম্মদ নিজাম নামে স্বাস্থ্য অধিদপ্তরের এক স্টোর অফিসারের মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৩ মে) ভোর সাড়ে ৫টায় ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চি‌কিৎসারত অবস্থায় তিনি মারা যান। উপজেলায় করোনায় এটিই প্রথম মৃত্যু। নিজাম উপজেলার ইছাখালি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাফিজগ্রামের হাজী আবদুর রশীদ ভূইয়া বাড়িরর বাসিন্দা।

নিজামের জেঠাতো ভাই ডা. আহমেদ মঈনুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত মঙ্গলবার দায়িত্বরত অবস্থায় তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হন। তিনি পারিবারিক জীবনে দুই ছেলে সন্তানের জনক। তাকে স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে গ্রামের বাড়িতে দাফন করা হবে বলেও জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মৃত্যুর খবরটি অত্যন্ত দুঃখজনক। স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব নিশ্চিত করে লাশ দাফনের ক্ষেত্রে প্রশাসনের কোন নিষেধাজ্ঞা নেই।

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট