চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কাপ্তাইয়ে গাড়ির সিরিয়াল নিয়ে বাকবিতণ্ডা, সিএনজি চালকের উপর হামলা

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা, একই পরিবারের পাঁচজন আহত

হাটহাজারী সংবাদদাতা

১৩ মে, ২০২০ | ১২:২৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে মৌচাকে ঢিল ছোঁড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের রক্তক্ষয়ী হামলায় এক পরিবারের পাঁচজন গুরুতর আহত হয়েছে। আজ মঙ্গলবার (১২ মে) উপজেলার গড়দুয়ারা ইউনিয়নে ইফতারের আগমুহুর্তে পৌনে ৬টার সময় এ ঘটনা ঘটে। আহতদের রক্তাক্ত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। অবস্থা গুরুতর হওয়াতে আহতদের সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরন করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আহতরা হলেন, গৃহকর্তা সুলতান আহমদ (৫৩), মো. মোরশেদ (২৯), বেবি আকতার (৪২), লাভলী আকতার (১৮)। আহতরা সবাই গড়দুয়ারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আলী আহমদ মাস্টারের বাড়ির বাসিন্দা ও একই পরিবারের সদস্য।

আহত ব্যক্তিদের সাথে কথা বলে জানা যায়, একই এলাকার মোরশেদ ড্রাইভার প্রায় ১৫-২০ জন লোক নিয়ে ইফতারের পূর্ব মুহুর্তে সুলতান আহমদের পরিবারের উপর অতর্কিত হামলা করে। বিকেলে সুলতানের পরিবারের একজন ছোট ছেলে বাড়ির পাশের মৌচাকে ঢিল ছুঁড়ে। এ সময় মৌমাছিগুলো দিগ্বিদিক ছুটতে থাকে। একপর্যায়ে একই বাড়ির মোরশেদ ড্রাইভারের পরিবারের এক ছোট ছেলেকে হুল ফোটায়। এর জেরে মোরশেদ লোকজন নিয়ে তাদের উপর হামলা করে তাদের পাঁচজনকে রক্তাক্ত করে। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

আহত পরিবারের দাবি, হামলাকারী সন্ত্রাসীরা তাদের অন্য সদস্যদেরও বাড়ীতে ঘেরাও করে রাখে। রাত সাড়ে নয়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে।

গড়দুয়ারা ৫ নম্বর ইউপি সদস্য ফোরকান প্রতিবেদককে জানান, সন্ধ্যায় তুচ্ছ ঘটনায় অতর্কিত হামলা সংগঠিত হয়েছে। আমরা আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাদের বাড়িঘর ঘেরাও রেখেছে শুনে চেয়ারম্যানের সহযোগিতায় হামলাকারীদের সরিয়ে দেয়া হয়েছে।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ আলম ঘটনার সত্যতার স্বীকার করে এ প্রতিবেদককে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

 

পূর্বকোণ/আরপি-জাহাঙ্গীর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট