চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সন্দ্বীপে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৯ দোকানে তালা

সন্দ্বীপ সংবাদদাতা

১২ মে, ২০২০ | ৯:৫০ অপরাহ্ণ

করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকার ঘোষিত নির্দেশনা অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় না রেখে দোকানে অতিরিক্ত ক্রেতা সমাগম করায় চট্টগ্রামের সন্দ্বীপের ৯ দোকান বন্ধের নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি খাদ্যসামগ্রী তৈরি করায় দুটি বেকারিকে জরিমানা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুনের নেতৃত্বে আজ মঙ্গলবার (১২ মে) সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন জানান, আদালত সামাজিক দূরত্ব বজায় না রেখে বিক্রি করা এবং অতিরিক্ত ক্রেতা দোকানে জমায়েত করা এবং যেসব শর্তে সরকার দোকান খোলার অনুমতি দিয়েছে তা লঙ্ঘন করায় কমপ্লেক্স, এনাম নাহার মোড়, ধোপার হাট ও শিবের হাটের ৯টি কাপড়ের দোকান বন্ধ করে দেয়া হয়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট তৈরির অপরাধে কারামতিয়া মাদ্রাসার পাশের আজিজ বেকারিকে তিন হাজার টাকা এবং শিবের হাটের আতিক বেকারিকে ১০ হাজার টাকাসহ মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। এমন অভিযান সামনেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

 

 

 

পূর্বকোণ/আরপি-নরোত্তম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট